Life is not a bed of roses. I am a private service holder. I (Md. Moshfiqur Rahman) am sharing my daily life's experience in this page. All about is going on my mind, my life, my workplace or home & what should be going on.
Friday 17 April 2020
ত্রাণ সামগ্রী চুরির হাত থেকে বাঁচতে....
চুরির হাত থেকে বাঁচতে ত্রাণ সামগ্রী এভাবে না দিয়ে Nagad account এর মাধ্যমে সরকার সরাসরি টাকা দিতে পারে। ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে দেশব্যাপী তালিকা তৈরি করে কেন্দ্রীয় ভাবে সব ধরনের অনুদান দেয়া যেতে পারে। এটা হবে দীর্ঘ মেয়াদি সমাধান। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা এভাবে দেয়া শুরু হয়েছে। সবাই এটাকে সহজলভ্য ও যুগোপযোগী বলেছেন। ৫% লোক আছে যাদের মোবাইল নাম্বার নাই শুধু তাদের জন্য অন্য ব্যবস্থা করলেই হবে। আস্তে আস্তে এই ৫% ও কমে আসবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment