Life is not a bed of roses. I am a private service holder. I (Md. Moshfiqur Rahman) am sharing my daily life's experience in this page. All about is going on my mind, my life, my workplace or home & what should be going on.
Saturday 10 October 2020
Monday 13 July 2020
Friday 17 April 2020
ত্রাণ সামগ্রী চুরির হাত থেকে বাঁচতে....
চুরির হাত থেকে বাঁচতে ত্রাণ সামগ্রী এভাবে না দিয়ে Nagad account এর মাধ্যমে সরকার সরাসরি টাকা দিতে পারে। ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে দেশব্যাপী তালিকা তৈরি করে কেন্দ্রীয় ভাবে সব ধরনের অনুদান দেয়া যেতে পারে। এটা হবে দীর্ঘ মেয়াদি সমাধান। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা এভাবে দেয়া শুরু হয়েছে। সবাই এটাকে সহজলভ্য ও যুগোপযোগী বলেছেন। ৫% লোক আছে যাদের মোবাইল নাম্বার নাই শুধু তাদের জন্য অন্য ব্যবস্থা করলেই হবে। আস্তে আস্তে এই ৫% ও কমে আসবে।
Thursday 16 April 2020
করোনা ভাইরাস ১৬ এপ্রিল
১৬ এপ্রিল
নতুন আক্রান্ত-৩৪১
মোট আক্রান্ত-১৫৭২
মোট মৃত্যু-৬০
দয়া করে সবাই ঘরে থাকুন।
Monday 13 April 2020
করোনা ভাইরাস -১৩ এপ্রিল
দেশে দ্রুত ছড়াচ্ছে করোনা!
প্রথম ৩০ দিনে আক্রান্ত ১২৩
এবং মৃত্যু ১২।
কিন্তু পরের ৭ দিনে আক্রান্ত ৬৮০
এবং মৃত্যু ২৭।
দয়া করে সবাই ঘরে থাকুন।
Friday 10 April 2020
Monday 9 March 2020
করোনা ভাইরাস: যেভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে
করোনাভাইরাস: যেভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে......
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস, যার নামকরণ করা হয়েছে কোভিড-১৯ এরই মধ্যে সারাবিশ্বে ৩,৫৯৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং ১০৬টি দেশে ১ লাখ ৬ হাজার ৪৩৯ জন আক্রান্ত হয়েছেন।
একই সময়ে ৬০ হাজার ৯৩ জন আক্রান্ত রোগী চিকিৎসতায় সুস্থও হয়ে উঠেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভাইরাসের লক্ষণ কী তা নিয়ে নির্দেশনা দিয়েছে।
ঝুঁকিতে থাকা ব্যক্তি
জ্বর এবং শ্বাসযন্ত্রের অসুস্থতার লক্ষণ, যেমন: কাশি অথবা শ্বাস নিতে অসুবিধা, উহান ফেরত কিংবা গত দুই সপ্তাহ যাবৎ যিনি অসুস্থ এবং পর্যবেক্ষণে রয়েছে এমন কারোর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন।
গত দুই সপ্তাহ এমন কারও ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন যার করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং তারপর জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা গিয়েছে।
সিডিসি ‘ঘনিষ্ঠ সংস্পর্শ’ এর ব্যাখ্যা দিয়েছে ৬ ফুটের মধ্যে কিংবা একই রুমে অথবা সেবাকেন্দ্রে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে প্রতিরক্ষামূলক পোশাক ছাড়া দীর্ঘ সময় থাকা।
অথবা প্রতিরক্ষামূলক পোশাক ছাড়া সংক্রমিত ব্যক্তির থুতু, কাশি, করমর্দনসহ যেভাবে ভাইরাসটি ছড়ায় সরাসরি তার সংস্পর্শে যাওয়া।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
নিউমোনিয়ার লক্ষণ কিংবা সাধারণ ঠান্ডা লাগা যেমন- কাশি কিংবা নাক দিয়ে পানি পড়ছে এমন কারো সংস্পর্শ এড়িয়ে চলা।
হাত না ধোয়া অবস্থায় নিজের চোখ, হাত, নাক ও মুখ না ধরা।
সম্ভব হলে অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।
পশু ও পশু বিক্রির জায়গা এড়িয়ে চলা।
নিজের কোনো লক্ষণ ধরা পড়লে কাছের হাসপাতালে জানানো এবং সবচেয়ে জরুরি ভয় না পাওয়া।
Subscribe to:
Posts (Atom)